১০/০১/২০২৫ তারিখ রাত্রী-০০.৪০ ঘটিকায় নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া কবর স্থানের সামনে মহাসড়কের উপর আসামী ১। মোঃ শামীম রেজা (২৭), পিতা-মৃত একদির হোসেন, মাতা-মোছাঃ সালমা বেগম, সাং-দোছিমানী কাঠাল, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ মোয়াজ্জেম হোসেন (৫২), পিতা-মৃত আমিনুর রহমান, মাতা-মৃত মোছাঃ দৌলতন নেছা, সাং-বোগলা থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয় কে আটক করা হয়। আসামীদের দেহ তল্লাশি করে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামিদ্বয় বিশেষ কৌশলে কটি জ্যাকেট তৈরি করে কটি জ্যাকেটের ভিতর ৪০+৪০ বোতল ফেন্সিডিল রাখে। কটি জ্যাকেটের উপর একজন ফুল স্লীভ জ্যাকেট পড়ে আর অন্যজন কটি জ্যাকেটের উপর স্লীভলেস ব্লেজার পড়ে। পরিপাটি হয়েই তারা ফেন্সিডিল বহন কালে জেলা গোয়েন্দা শাখা নাটোরের হাতে ধৃত হয়। অভিভাবক হিসাবে সবাই আমাদের সন্তানদের লক্ষ্য রাখি আর মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখি।আসুন মাদক কে না বলি মাদক মুক্ত নাটোর গড়ি।