সারা দেশে জেলা উপজেলা মহিলা ও পুরুষ প্রতিনিধি নিয়োগ চলছে,
যারা আগ্রহী যোগাযোগ 01714348197
দৈনিক সত্যের খোঁজে আমরা
মোঃরানা,নিজস্ব প্রতিনিধি পটুয়াখালী ঃ
জেলা প্রেসক্লাব পটুয়াখালীর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম মহোদায় ।রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদ , জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃমশিউর ,যুগ্ম সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ , জামাল আকন , আব্দুল আলিম, সঞ্জীব দাস মোঃনেছার উদ্দীন , মোঃমনির হোসেন ,মোঃ রানা, পারভেজ মাহমুদ , মোঃনাসির উদ্দিন ,মোঃ মামুন হোসাইন,রুনু হাওলাদার,মোঃমাহাবুব হোসেন,
এ সময় উপস্থিত সাংবাদিকরা পটুয়াখালী জেলার সবচেয়ে বড় প্রাকৃতি দুর্যোগ বন্যা, নদী ভাঙন ছাড়াও চরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকদের সংবাদ প্রচারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের উদ্দেশ্য জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, আমি প্রজাতন্ত্রের একজন সেবক, তাই আপনরা আমাকে স্যার বলে ডাকবেন না, আমাকে ভাই বলে ডাকলেই আমি বেশি খুশি হবো। তিনি বলেন, আপনাদের লেখনি, সংবাদ প্রচারের মাধ্যমেই আমি এই জেলার চিত্র দেখতে পাবো। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে এই জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। যে কোন প্রয়োজনে আপনারা আমার সহযোগিতা পাবেন।