ঝিনাইগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ২বছর ধরে ফাইল বন্দি

ঝিনাইগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ২বছর ধরে ফাইল বন্দি

জাকিয়া পারভীন জেরিন , শেরপুর প্রতিনিধি,শেরপুরের ঝিনাইগাতীতে সরকারী জমির উপর ছয়টি অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান গত দুই বছর ধরে ফাইল বন্দি হয়ে পরে আছে। উপজেলা ভুমি অফিসে এ ফাইলটি বন্দি হয়ে আছে বলে জানা গেছে।

জানা গেছে, ২০১৯ সালের শেষের দিকে উপজেলা সদরের ব্রীজপারের সরকারী জমির উপর ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্দেশ্যে অনুমতির জন্য উপজেলা ভুমি অফিস থেকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা ভুমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয় জেলা প্রশাসক কার্যালয় থেকে।

পরে উপজেলা ভুমি কর্মকর্তা ছয়টি অবৈধ স্থাপনার মালিককে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করে নোটিশ দেয়। কিন্তু ওই নোটিশ দেয়ার ২বছরেও স্থাপনাগুলো সরিয়ে নেননি অবৈধ স্থাপনার মালিকগন।

কিন্তু পরবর্তীতে এ বিষয়ে আর কোন ব্যবস্থা ও নেয়া হয়নি। ফলে উচ্ছেদ অভিযানের ফাইলটি অজ্ঞাত কারণে ফাইল বন্দি হয়ে পড়ে আছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীরের কাছে এ বিষয়ে জানতে ও তথ্য চাওয়া হলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন।

এবং তিনি বলেন এবিষয়ে সাংবাদিকদের লেখালেখির কোন প্রয়োজন নেই। এটা সাংবাদিকদের লেখার বিষয়ও না। উচ্ছেদের ব্যাপারটি সরকারের বিষয়। সরকার যখন প্রয়োজন মনে করবেন তখন উচ্ছেদ অভিযান চালানো হবে।

সংবাদদাতা, জাকিয়া পারভীন জেরিন ,
শেরপুর প্রতিনিধি,
মোবাঃ ০১৯০৮৫২৭৪১৬

খবরের ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *