আল আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৯ জুয়ারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ইং ২০/০৬/২৩ খ্রি. রাত ০৩.১৫ ঘটিকায় উপজেলার সীমান্তবর্তী নাচন মহুরী এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার নাচন মহুরী গ্রামের মৃত ময়ছের আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২), আ: আজিজের ছেলে আকছার আলী (২৯), আ: সাত্তারের ছেলে আজিজুল হক (৪৭), ও বিষ্ণপুর গ্রামের আ: কাদেরের ছেলে মনির হোসেন (৩৭), মৃত কাশেম মন্ডলের ছেলে হাসান পলাশ (৪৫), মৃত আ: ওহাবের ছেলে আকরাম হোসেন (৪৫), খোকা মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম (৪০), মৃত হারুন মিয়ার ছেলে কাজল মিয়া (৪২) ও সৈয়দুর রহমানের ছেলে কবীর হোসেন (৩৮)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে শেরপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"