সারা দেশে জেলা উপজেলা মহিলা ও পুরুষ প্রতিনিধি নিয়োগ চলছে,
যারা আগ্রহী যোগাযোগ 01714348197 দৈনিক সত্যের খোঁজে আমরা
আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের
ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সমাপনি খেলা স্থানীয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম মঈন উদ্দিনের উপস্থাপনায় এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুন নবী, সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহুরুল হক মিলন প্রমুখ।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে
ইউনিয়ন পর্যায়ে বনগাঁও চতল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাতীবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
দল বিজয় অর্জন করে উপজেলাতে অংশ করে ২-০ গোলে হাতীবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বিজয় অর্জন করে।
অপরদিকে
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে
ইউনিয়ন পর্যায়ে দড়িকালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল বিজয় অর্জন করে উপজেলাতে অংশ করে ট্রাইব্রেকারের মাধ্যেদিয়ে ৪-৫গোলে পশ্চিম বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল বিজয় অর্জন করে। পরে অতিথিগণ বিজয়ী ও বিজিতাদের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।
উক্ত ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়ামোদী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।