আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ জেলার
অন্যতম পর্যটন কেন্দ্র গজনীতে জেলা প্রশাসন শেরপুরের সার্বিক তত্তাবধানে জেলা ব্রান্ডিং কর্নার ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২১জুলাই শুক্রবার বিকেলে উক্ত কর্নার উদ্বোধন করেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ, সহকারি কমিশনার(ভুমি) আশরাফুল কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সারা দেশ থেকে গজনী অবকাশে আগত পর্যটকদের কাছে শেরপুর জেলার জিআই পণ্য তুলশীমালা চাল এই ব্রান্ডিং কর্নার থেকে বিক্রয় করা হবে। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এর আগে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকগণ জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে অতিথিগণ গজনী অবকাশের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।