দৈনিক সত্যের খোঁজে আমরা
বিলকিস আক্তার রুবিঃ
গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৭ নং ওয়ার্ড মরকুন গুদারা ঘাট নীজ বাড়িতে গ্রেফতার এড়াতে সংবাদ সম্মেলন করেন কথিত ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী মোঃ আসাদ সিকদার ওরফে গালকাটা আসাদ গত ২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাতে বাংলাদেশের সুনামধন্য স্যাটেলাইট মোহনা টেলিভিশনে টঙ্গীর নামধারী ছাত্রলীগ নেতা আসাদ সিকদার ওরফে গালকাটা আসাদ এর বিরুদ্ধে মসলার আড়ালে মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে এমন কি কয়েকটি গাড়ী বাড়ীর মালিক বনে গেছে। এই শিরোনামে সংবাদ প্রকাশের পড় এলাকায় তোলপাড় শুরু হয়।তাই নিজের অপরাধ ঢাকতে গোপনে কিছু সংবাদ কর্মীকে তার বাসায় ডেকে এনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মাদক ব্যবসায়ীদের গড ফাদার আসাদ সিকদার ওরফে গালকাটা আসাদ তার বক্তব্যে বলেন আমি মাদক ব্যবসায়ী নই, আমার প্রতিপক্ষ সমাজে আমার সম্মান বিনষ্ট করার লক্ষে মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি টেলিভিশন মোহনাতে আমার নামে একটি সংবাদ প্রকাশ করেন। এ বিষয়ে সরেজমিনে এলাকায় গেলে আসাদ সিকদার ওরফে গালকাটা আসাদ এল বিরুদ্ধে কেউ মখ খুলতে চাই না। তবে নাম না প্রকাশ শর্তে একাধিক ব্যক্তি জানায় আসাদ সিকদার ওরফে গালকাটা আসাদ টঙ্গী বাজারে ছোট একটি মসলার দোকানের আড়ালে এবং গাজীপুরের ছাত্রলীগ নেতার তকমা লাগিয়ে গোপনে মাদক ব্যবসা করে বর্তমানে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এছাড়াও তার রয়েছে একটি বিশাল কিশোর গ্যাং বাহিনী। সে ছাত্রলীগের তকমা লাগিয়ে একাধিক বিয়েও করেছেন বলেও অভিযোগ আছে।এ বিষয়ে জানতে আসাদ সিকদারের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানাল অফিসার ইনচার্জ বলেন সংবাদটি দেখেছি আসাদ সিকদারের বিরুদ্ধে তদন্ত চলছে, আর কেউ যদি তার বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।