দৈনিক সত্যের খোঁজে আমরা
বিলকিস আক্তার রুবি(ভ্রাম্যমান প্রতিনিধি)
অভিযোগে স্থানীদের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগে কথিত ৪ সাংবাদিককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত বুধবার রাতে গাজীপুর মহানগর সাতাইশ এলাকায় থেকে
তাদের গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, এঘটনার আজ
বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে ভুক্তভোগী বশির। মামলা নম্বর নং-১২। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, গ্রেফতার আশিকুর রহমান, মো.
আমির হোসেন (৪৩), মো. নাজমুল ইসলাম (৩৮), মো. জাফর আলী (৩৫), এলাকায় বিভিন্ন বাড়িওয়ালের কাছ থেকে গ্যাস লাইন কেটে দেওয়ার হুমকি-ধামকি দিয়ে ভয়-ভীতি দেখিয়ে
চাঁদা আদায় করতেন। গত মঙ্গলবার বিকালে মো. বশির হাওলাদারের বাড়ীতে গিয়ে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী টাকা দিতে না চাইলে ১০ হাজার টাকা চাঁদা আদায় করে গ্রেফতারকৃতরা।
পরবর্তীতে বাদী জানতে পারে যে, গ্রেফতারকৃতরা ওইদিনই আরেক বাড়িওয়ালা মো. গিয়াস উদ্দিন আল-মামুনের (৫২) এর কাছ থেকে ২৫ হাজার টাকা, মিজানের কাছ থেকে ১৫ হাজার টাকা,
প্রদীপ দাসের কাছ থেকে ১৫ হাজার টাকা, আব্দুল মালেকের কাছ থেকে ২০ হাজার টাকা তৌহিদের শ্বাশুড়ির কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করে।