বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমাণ প্রতিনিধি
গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ডে জনতার ভোটে নির্বাচিত জন প্রতিনিধি নন তবুও জনতার সেবায় নিয়জিত আছেন যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন মোল্লা।গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং টঙ্গী পশ্চিম থানা আওয়ামী যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন মোল্লা । গাজীপুর সিটি কর্পোরেশনে ১ থেকে ৫৭ টি ওয়ার্ড বাসী মশার উপদ্রবে যখন অতিষ্ঠ তখন নির্বাচিত কাউন্সিলরবৃন্দ মশক নিধনে যে কাজ করা উচিৎ ছিল কিন্তু সে বিষয় তারা অমনোযোগী। আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন মোল্লা নির্বাচিত প্রতিনিধি না হয়েও সেই বিরল কাজটি করে দেখিয়েছেন নিজস্ব অর্থায়নে। মশক নিধন ঔষুধ এবং মশা নিধন ফুগা মেশিন ক্রয় করে ৫৪ নং ওয়ার্ড বাসীর ঘরে ঘরে, রাস্তা ঘাটে পরিত্যক্ত জলাশয় ঝোপঝাড়ে মেশিনের মাধ্যমে মশক নিধনে ঔষধ স্প্রে করছেন। এতে ৫৪ নং ওয়ার্ড বাসীর মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন মোল্লা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এমন মানবিক কাজ করছেন তা নয়। তিনি করোনা কালিন সময় অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। শীতে শীতার্ত মানুষ কে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেছেন। ৫৪ নং ওয়ার্ডের পথচারীদের বিড়ম্বনারোধে ফুটপাত দখল মুক্ত রাখতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেছেন। এলাকার সকল স্তরের মানুষ তাঁর এ মানবিক কর্মকান্ডের ভুয়োসি প্রশংসা করেন এবং আসন্ন ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আলহাজ্ব মোঃ বিল্লাল মোল্লা কে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে দেখতে চাই এলাকাবাসী।এ বিষয়ে একান্ত সাক্ষাতে আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন মোল্লা বলেন গরীব ও অসহায় মানুষকে সেবা করতে আমার খুব ভালো লাগে আর আমি আত্ম তৃপ্তি পাই। আমি বর্তমান সমাজকে পরিবর্তন করতে চাই। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং গাজীপুরের মাটিও মানুষের নেতা মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির সার্বিক সহযোগিতায় ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার কাজে আমি ভূমিকা রাখতে চাই।