বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
২৯ শে মার্চ ২০২৩ ইং তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল সাকিনস্থ ৫১নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে,কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তাৎক্ষনিকভাবে ডাকাত দলের ০৮ (আট) জন সদস্য (১) শাকিল (১৯), ২। সজীব (২০), ৩। রঞ্জু (৩২), দেরকে গ্রেফতার কর হয় এবং আইনে সংঘাতে জড়িত শিশু ৪. সোহাগ (১৭), ৫। নাবিল (১৭), ৬। সাজেদুল ইসলাম রনি (১৬), ৭। জীবন @ রাব্বি (১৬), ৮। রাজন (১৫) দের কে হেফাজতে আনা হয়। আসামীদের দখল হইতে ০৪ (চার) টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১৯, তারিখ-২৯/০৩/২০২৩, ধারা- ৩৯৯/৪০২পেনাল কোড রুজু করা হয়।