টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে টাকা লুটের ঘটনায় গ্রেফতার-

টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে টাকা লুটের ঘটনায় গ্রেফতার-


বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় ডিবি পরিচয়ে বিকাশ দোকানির কাছ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন এর উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মোঃ মাহবুব উজ-জামান এর দিক নির্দেশনায়, এসি মেহেদী হাসান এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এসআই-মোঃ সুমন খান,এসআই- মিজানুর রহমান-২ ও সঙ্গীয় ফোর্স সহ একজন সাবেক পুলিশ সদস্য মোঃ আবুল কালাম আজাদ ওরফে ডিবি আজাদ ও মোঃ কামরুজ্জামান টিটো কে গ্রেফতার করে।এদের মধ্যে পুলিশ সদস্য আবুল কালাম আজাদ ওরফে ডিবি আজাদ, পুলিশে কর্মরত ছিলেন। অপরজন কামরুজ্জামান টিটুকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।এর আগে গত সোমবার রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন ও তার ভাতিজা আবিরকে ডিবি লেখা সংবলিত একটি নোহা গাড়ি থেকে ৭-৮জন দুর্বৃত্ত নেমে ডিবি পুলিশ পরিচয়ে তাদেরকে এলোপাথারি মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তার ডাকচিৎকার শুরু করলে একপর্যায়ে তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।এ ঘটনায় পরদিন মঙ্গলবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগী দোকানদার। পরে গত বুধবার মামলা নেয় পুলিশ। এতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে পুলিশ। পরে সোর্স নিয়োগ করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১ জনকে ঢাকা ও অন্য জনকে টঙ্গী মদিনাপাড়া(পাকনাপাড়া) থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের দুইজনকে চিহ্নিত করা হয়।গ্রেফতারকৃত পুলিশ সদস্য আজাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তিনি সাময়িক ভাবে বরখাস্ত হয়ে ছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *