বিলকিস আক্তার রুবি(ভ্রাম্যমান প্রতিনিধি)
দৈনিক সত্যের খোঁজে আমরা
মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর বৌ-বাজার বি এন পি নেতা সুমন সরকারের মার্কেটর একদল সন্ত্রাসী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুহিন নামের এক যুবককে হামলা করে গুরুতর আহত করে। এ বিষয়ে তুহিনের মামা বুলবুল বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং ৬/৭ জনকে অজ্ঞাতনামা দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) জনাব মোঃ মাহবুব উজ্জামান এর নির্দেশনায়,টঙ্গী পূর্ব থানার সুদক্ষ অফিসার ইনচার্জ সহযোগিতায় চৌকস পুলিশ অফিসার এসআই- ইয়াছিন আরাফাত তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। অভিযোগে উল্লেখ বিএনপি নেতা মোঃ সুমন সরকারের মার্কেটের ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক বৌবাজার মাছ মার্কেট কে নিজের নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। মাছ মার্কেটের সকল সদস্যদের নিয়ে একটি মাচ্ছৌ বাহিনী সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। তাদের কথার কেউ প্রতিবাদ করলে মাচ্ছৌ বাহিনী তাদের দা বটি ছুরি নিয়ে হামলা করে। এই বাহিনীকে নেতৃত্ব দিয়ে আসছে আবু বক্কর সিদ্দিক। সরে জমিনে গিয়ে জানা যায়,গতকাল রাত আনুমানিক ১১ টার সময় কামাল নামের এক ব্যক্তি মাচ্ছৌ বাহিনীর এক সদস্যের কাছে পাওনা টাকা চাইতে আসলে মাচ্ছৌ বাহিনী ক্ষিপ্ত হয়ে কামালকে মারতে আসে। তখন দৈনিক প্রথম বেলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সজীব হোসেন থানায় ফোন দিলে, মাচ্ছৌ বাহিনী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকেও মারধর ও লাঞ্ছিত করে। পরে সাংবাদিক টঙ্গী শহীদ আহসান উল্লাস মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও উল্লেখ আছে আবু বক্কর সিদ্দিকের নির্দেশে এক দল সন্ত্রাসী তুহিনকে মারধর সহ তার বাসাই ব্যাপক হামলা চালাই এবং ঘরের ড্রয়ারে থাকা নগদ ১৫০০০০( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চুরি করে নিয়ে য়ায় ও প্রায় ৫০০০০( পঞ্চাশ হাজার) টাকার ফার্ণিচার ভাংচুর করে। পরে তুহিনের আত্ম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তুহিনকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক, তার মাথায় ১৩ টি সেলাই পায়ে পিঠে এবং বুকের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম। এ বিষয়ে তুহিনের বোন বলেন আমার ভাইকে ঘরে এসে সন্ত্রাসীরা হত্যার চেষ্টা করে,আমি এর সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন দোষীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।