বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার মোবাইল ডিউটি ও বিশেষ অভিযানে মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনাকালে ২ জন মাদক ব্যবসায়ীকে পাঁচশত গ্রাম গাঁজা সহ করেছে পুলিশ। আসামী ১। মোঃ বাবু (২৭), পিতা-নবাব আলী, মাতা-জামপুল, স্থায়ী গ্রাম-ঝগড়ারচর, উপজেলা/থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, বাংলাদেশ, বর্তমান গ্রাম-মিলগেইট, উপজেলা/থানা-টঙ্গী পশ্চিম, জেলা-গাজীপুরকে মিলগেইট ট্রাক স্ট্যান্ড হইতে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩২০ টাকা সহ আটক করেন। আসামীকে গাঁজার বিষয়ে জিজ্ঞাসা করিলে আসামী জানায় ২ নং আসামী আবু বক্কর (৩২), পিতা-নৈবর মন্ডল, মাতা-আম্বিয়া, স্থায়ী গ্রাম-পার্বতীপুর, উপজেলা/থানা-সদর, জেলা-কুড়িগ্রাম, বাংলাদেশ, বর্তমান গ্রাম-, জিন্নাত মহল্লার বস্তি, উপজেলা/থানা-টঙ্গী পশ্চিম, জেলা-গাজীপুর এর নিকট হইতে ক্রয় করে। পরবর্তীতে জিন্নাত মহল্লায় অভিযান পরিচালনা করিয়া ২ নং আসামী আবু বক্কর (৩২) কে ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ২৮০ টাকা সহ আটক করেন। ২নং আসামীকে জিজ্ঞাসাবাদে ৩ নং পলাতক আসামী সাহা আলী (৩০), পিতা-অজ্ঞাত, গ্রাম-আউচপাড়া, রসুলবাগ, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুরের কাছ থেকে গাঁজা ক্রয় করিয়া বিক্রয়ের কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ১১, তাং ২২/০২/২০২৩ খ্রীঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, আমার থানা এলাকায় মাদক ক্রয় বিক্রয়, চুরি, ডাকাতি, ছিনতাই সহ যে কোন অপরাধের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যহত আছে এবং থাকবে।