সত্যের খোঁজে আমরা
বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা ঝিনু মার্কেট এলাকা থেকে ৩৬০ পিচ ইয়াবা টেবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এসআই (নিরস্ত্রঃ) আশরাফুল আলম সঙ্গীয় এএসআই (নিরস্ত্রঃ) সরোয়ার হোসেন ১ ও সঙ্গীয় ফোর্স সহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন সময়ে অদ্য ২৩/১০/২০২৩ইং রাত আনুমানিক ০২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় একই তারিখ রাত ০৩.১৫ মিনিটে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ী ১। জাহাঙ্গীর (৪০), পিতা- সফিক হোসেন, মাতা- দুলালী বেগম, সাং- মাজুখান (করমতলা), থানা- পূবাইল,জেলা- গাজীপুর, এপি সাং- পাগাড় ঝিনু মার্কেট (আমীর হোসেনের বাড়ীর ভাড়াটিয়া) থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর কে ধরতে সক্ষম হই। আসামীর লুঙ্গির কোচর হইতে ০৪ টি সাদা জিপারে রক্ষিত মোট ৩৬০ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, ঝিনু মার্কেট এলাকা থেকে ৩৬০ পিচ ইয়াবা টেবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামী দীর্ঘদিন ধরে টঙ্গী গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে। আমার থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই,কিশোর গ্যাং, চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোন দূষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।