মোঃ মুজাহিদুল ইসলামঃ
টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন এবং২০২৩ সালের এইচএসসি পরীক্ষাথীদের সাবিক মঙ্গল কামনায় দোয়া মাহফিল গতকাল শনিবার শহীদ আহসান উল্লাহ মাষ্টার একাডেমিক ভবন অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষাথীদের সাবিক মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী।গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম, গাজীপুর জজ কোটের স্পেশাল পিপি এডঃ মোঃ শাহজাহান,সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, কলেজ ইনচার্জ মোহাম্মদ মনজুরুল হক, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মো শাহীন মিয়া,জাহিদুর ইসলাম, নাছরিন মোনতাজ,খাদিজা আক্তার তামান্না, জান্নাতুল ফেরদৌস,আব্দুল মান্নান, শামিমা আফরোজ, জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক, চৌধুরী আশরাফ হোসেন, মাওলানা আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা হাজী জয়নাল আবেদীন, শহীদ উল্লাহ কাজী,জাকারিয়া হোসেন, শাহজাহান তপন,দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ব কনার উদ্বোধন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষাথীদের সাবিক মঙ্গল কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও এইচএসসি পরিক্ষাথীদের প্রবেশপএ সহ প্রয়োজনীয় কাগজ পত্র ফাইল ছাত্র ছাত্রী দের মাঝে বিতরণ করা হয়েছে। উল্লেখ সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ২১৫ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহণ করেন।