বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদে রাকিব (১৭) নামে এক ছাত্রকে সফিউদ্দিন কলেজের সামনে থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে, ঐ কলেজের যুগ্ম আহ্বায়ক মিরাজুর রহমান রায়হানের বিরুদ্ধে। গত বুধবার বিকেল ৩টায় টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের বাহির থেকে তুলে এনে কলেজের ছাত্র সংসদের রুমে তালা বন্ধ করে রুমের ভিতরে শারীরিক নির্যাতন চালানোর ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্র রাকিব জানায়, পারিবারিক শত্রুতার জের ধরে বুধবার বিকেল টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল রহমান রায়হানের নেতৃত্বে রবিউল, নিশান, শান্ত, নাঈম, মাজাহারুল, সিয়ামসহ আরো অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী সফিউদ্দিন কলেজ এর সামনে থেকে তাকে জোড় করে টঙ্গী কলেজের ছাত্র সংসদে নিয়ে যায়। ছাত্র সংসদের বাহির থেকে তালা বন্ধ করে রুমের ভিতরে ঢুকিয়ে লাঠি ও লোহার রডদিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে রাকিবকে গুরুতর আহত করে কলেজ থেকে বের করে দেন মিরাজ ও তার পালিত সন্ত্রাসী বাহিনীরা। আহত রাকিবকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।এবিষয়ে যোগাযোগ করা হলে, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুর রহমান রায়হান বলেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান বলেন, টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ইচ্ছে করলেই কেউ টর্চার সেল তৈরি করতে পারবে না। টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি তদন্ত শুরু করেছে। এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্র লীগের সভাপতি মোঃ মশিউর রহমান মশি বাবুর মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন ঘটনাটি আমি শুনেছি, আমরা তদন্ত করে দেখছি তদন্তে মিরাজুর রহমান রায়হান দোষী হলে তার বিরুদ্ধে ছাত্রলীগের সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।