বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
২১ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার ) সকল ১০ঃ০০ টায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এর আগে মধ্য রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন,ভাষা হলো জাতির মেরুদণ্ড।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মানুষের বা সম্প্রদায়ের ভাষা স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে। তাই দক্ষ শিক্ষক দিয়ে বাংলা ভাষার পাশাপাশি দেশে স্ব- স্ব জাতির মাতৃভাষা চালু করার আহ্বান জানান । আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।