পানি ঝরে পড়ার পরে আর কিন্তু চোখের কোনে নেয়া সম্ভব নয়।
পৃথিবীতে প্রেম ভালবাসা না থাকলে হয়তো পৃথিবী ই থাকতো না কারন প্রেম কখনোই হারায় না হারায় শুধু প্রেম নিয়ে অভিনয় করা মানুষ গুলো।
প্রেম অমর প্রেম মানুষকে হাসতে ও বাঁচতে শিখায় , যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন প্রেম থাকবে,
ভালোবাসা মানেই আবেক কারন ভালোবাসা চেহারা বা ধন সম্পদ দিয়ে হয়না, এটি সম্পূর্ন মানষিক বিষয় যা মানষিক ভাবে তৈরি হয়,
যদি প্রিয় মানুষটি আপনার উপর রাগ-অভিমান করে থাকে, তাহলে প্রিয় মানুষটিকে ছন্দ বা কবিতা পাঠিয়ে নিমিষেই তার রাগ-অভিমান শেষ করে দিতে পারবেন।