৮,০০,০০০ টাকা আত্মসাধের অভিযোগ ভোলার দক্ষিণ দিঘলদীর ফাতেমার বিরুদ্ধে

৮,০০,০০০ টাকা আত্মসাধের অভিযোগ ভোলার দক্ষিণ দিঘলদীর ফাতেমার বিরুদ্ধে


মো রুবেল, ভোলাঃ


৮,০০,০০০ টাকা আত্মসাধের অভিযোগ উঠেছে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ফাতেমা ও তার স্বামী নাঈমের বিরুদ্ধে।
জানাযায় ফাতেমা একই সাকিনের আয়শা আক্তার,স্বামী: মোঃ জসিম থেকে স্বামী নাঈমকে সৌদি আরব পাঠানোর কথা বলে সুসম্পর্কের সুযোগে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে প্রথমে ২৩/৪/২০১৯ তারিখে নগদ ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা গ্রহন করে। বিদেশে গিয়ে স্বামী নাঈম কর্মক্ষেত্রে অসুবিধায় পরায় পূণরায় আয়শা আক্তারের নিকট হইতে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা একুনে সর্বমোট ৮,০০,০০০/ আগামি ২৩-০৪-২০২১ ইং তারিখের মধ্যে পরিশোধের কথা বলে এলাকার জসিম, জেসমিন, কবির ও রিনা আক্তারকে স্বাক্ষী রেখে স্টামে স্বাক্ষর করে কৌশলে হাতিয়ে নেয়। কিন্তু অদ্যাবধি টাকা ফেরৎ না দিয়ে আত্ম গোপন করে আছে।
এদিকে বিভিন্ন উপায়ে টাকা না পেয়ে এদেরকে ধরিয়ে দিলে নগদ ১০০,০০০/ পুরস্কার প্রদানের ঘোষণা করেছে ভূক্তভোগী পরিবার। যোগাযোগ ০১৮৬৩৮৪২২২০।
সরেজমিনে জানাযায়, সাধারন মানুষ ফাতেমা ও তার স্বামীর কাছে প্রতারনার শিকার হয়েছে। তারা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *