
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে বাইডেন প্রশাসন কেবল ২০২৩-২৪ সালেই বাংলাদেশের “রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন” করতে ২৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
এবার তিনি আরও স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন এই বলে যে—”রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন” আসলে কী বোঝায়? পাশাপাশি, তিনি পুরো বিষয়টিকে একটি “কিকব্যাক স্কিম” এর সাথেও তুলনা করেছেন।
এই বক্তব্য গুরুত্বপূর্ণ কারণ তিনি এটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে তার দল রিপাবলিকান গভর্নরদের উদ্দেশে দেওয়া ভাষণদানকালে বলেছেন।
দুইদিন ধরে ট্রাম্প বাংলাদেশের প্রসঙ্গ বললেও, আমাদের গণমাধ্যম চুপচাপ কেন??
আগের ট্রাম্পের চামচার সাথে ভিডিও কনফারেন্সের উপস্থিতি ফলাও করে ছাপানো হইছে। অথচ ট্রাম্প বারবার বাংলাদেশ বলে যাচ্ছে, গণমাধ্যম নিশ্চুপ!!!