গোপালগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে এসে স্বামীর হাতে ধরা খেলেন পুলিশ সদস্য রিয়াজুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার কয়েক শ লোক জড়ো হন। ওই নারীর স্বামী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে রিয়াজুলকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানার হেফাজতে নিয়ে যায়। রিয়াজুল ভোলা জেলা নৌ পুলিশে কর্মরত আছেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
এ ঘটনায় আজ শনিবার সকালে ভুক্তভোগী ওই ব্যবসায়ী গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার কাছে এ ব্যাপারে আইনগত সহযোগিতা পেতে লিখিত আবেদন করেন।