ডোমারে বিয়ে করতে এসে বর হাজতে

ডোমারে বিয়ে করতে এসে বর হাজতে

নীলফামারীর ডোমারে বিয়ে করতে এসে বর রবিউল ইসলাম (২৫)সহ ৫জন থানা হাজতে। বর স্টেজে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হলে বরসহ বরের চাচা মনছুর আলী (৫৫), চাচাতো ভাই মঞ্জুরুল(২৩), আলিমুল(২০) ও বরের দুলাভাই আল-আমিন(২৮) কে আটক করে কনে পক্ষের লোকজন। পরে থানায় ফোন দিলে রবিবার দিবাগত ভোর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে, রবিবার(২১আগস্ট) রাতে উপজেলার হরিনচড়া ইউনিয়নের জামাত পাড়া এলাকায়।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হরিণচড়া জামাত পাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে সাথে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মৃত মজির উদ্দিনের ছেলে রবিউল ইসলামের সাথে পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। কিছুদিন আগে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়েছে। গতকাল রবিবার তাদের বিয়ের শেষ আনুষ্ঠানিকতা ছিল। রাতে বর পক্ষরা কনে নিতে আসে। বর পক্ষকে বরন করে নেয় কনে পক্ষের লোকজন।
বর স্টেজে বসতে গেলে টাকা ছাড়া বসতে দিবে না কনে পক্ষের মেয়েরা। তখন ছেলে পক্ষ থেকে ২০ টাকা বের করে দেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ছেলের চাচাতো ভাই বর কে নিয়ে চলে যেতে চায়। এখানে তারা আর বিয়ে করবে না। বর কে আটক করতে গেলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর ,বরের চাচা, চাচাতো ভাই, বরের দুলাভাইকে থানায় নিয়ে যায়।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী পাঁচ জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *