ঢাকার চকবাজারের আগুনে পুড়ে মারা গেল -ভোলার রিস্কা চালক শাহাবুদ্দিন পেলোনা সরকারি কোন
সাহায্য।
ঢাকার চকবাজারের আগুনে পুড়ে মারা গেল,ভোলার ছেলে রিস্কা চালক শাহাবুদ্দিন, পেলোনা সরকারি কোন সাহায্য,ঘটনা সুত্রে জানা যায় সে ঢাকার চকবাজারে রিস্কা চালাত তার স্ত্রী ছকিনা বেগম (৩০)
তার তিন ছেলে, বড় ছেলে শান্ত (১৫)মেজো ছেলে সাগর (৮)ছোট ছেলে রাব্বি (৪) সূত্রে জানতে পাই ভোলার দৌলতখান থানা দক্ষিণ জয়নগর (৮)নং ওয়ার্ডে, সান কাজী মালে বাড়িতে শাহাবুদ্দিন থাকতেন,
পেটের দায়ে রিস্কা চালাতে চান, ঢাকার শহরে, এক বছর পরে ফিরে আসে তার আগুনে পোড়াদেহ,
ঘটনা সুত্রে জানা যায় যারা ঢাকার চকবাজারের আগুনে পুড়ে যারা মারা গেছেন, সরকারের পক্ষ থেক তাদেরকে দুই লক্ষ টাকা করে দিয়েছেন, তার স্ত্রী ছকিনা বেগম, এ খবর শুনে ভোলা সদর ডিসি অফিসে গেলে ডিসি জানিয়ে দেন এ বিষয়ে আমরা জানি না, বলে এড়িয়ে যান, তার স্ত্রী ছকিনা বেগম ও তিন সন্তান বাংলাদেশ সরকারের কাছে সাহায্য সহযোগিতা চান।