ঢাকা কলেজের জায়গায় যদি “মাদরাসা” হতো তাহলে নিউমার্কেটের ব্যাবসায়িদের সাথে মাদরাসা ছাত্রদের সংঘর্ষে বাংলাদেশের গণমাধ্যমের করা নিউজের হেডলাইনগুলো এমন হতো —
“মৌলবাদী হামলায় আক্রান্ত রাজধানী ”
-প্রথম আলো
"পাকিস্তানি মদদে দেশের অর্থনীতি ধ্বংসের পাঁয়তারা"
-সমকাল
“সাম্প্রদায়িক হামলায় ঢাকাবাসীর জনজীবন বিপন্ন"
-৭১ টিভি
“অসহায় ব্যবসায়ীদের উপর মৌলবাদীদের জ ঙ্গি হামলা”
-বাংলা ট্রিবিউন
“হেফাজতিদের তাণ্ডবে নিউমার্কেট অচল,পথে বসেছে কাপড় ব্যবসায়ীরা”
-ঢাকা ট্রিবিউন
“ঈদের আগে নিউমার্কেটে জ ঙ্গি হামলা;নেপথ্যে হেফাজত”
-কালের কণ্ঠ
“দেশীয় অ স্ত্র নিয়ে ব্যাবসায়িদের উপর হামলা হেফাজত কর্মীদের”
-যুগান্তর
“ঢাকার নিউমার্কেট যেনো জ ঙ্গিদের কুরুক্ষেত্র, নিরীহ ব্যাবসায়িদের উপর দফায় দফায় জ ঙ্গি হামলা"
-সময় টিভি
“স ন্ত্রাসী কর্মকাণ্ডে আবারও তৎপর হেফাজত,থেমে থেমে ব্যবসায়ীদের উপর হামলা”
-যমুনা টিভি
“জ ঙ্গি হামলায় অসহায় নিউমার্কেটের ব্যাবসায়িরা,হুমকির মুখে কাপড় শিল্প”
-নিউজ টোয়েন্টিফোর
“মাদরাসার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাপড় ব্যাবসায়িদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে লুটপাট হেফাজতের নেতাকর্মীদের”
-এটিএন নিউজ
এবার কিছু বিশিষ্টজনের কলামের হেডলাইনগুলো পড়ুন-
“জ ঙ্গি হেফাজতিদের থামিয়ে দেওয়ার সময় এখনই। ভালো নেই আমার দেশ!”
“দেশে স ন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে দেশের সকল কওমি মাদরাসাগুলোকে বন্ধ করতে হবে”
-শাহরিয়ার কবির
“বাঁচতে হলে রুখতে হবে হেফাজত জ ঙ্গি দের”
-সুলতানা কামাল
বিষয়টা নিয়ে মোটেও ট্রল করছি না।
বাস্তবতা তুলে ধরছি।
আজকে কলেজ-ভার্সিটির যে ভাইয়েরা ঢাকা কলেজের সাথে একাত্মতা পোষণ করছে,
ব্যাবসায়িদের উপর তাদের আক্রমণ করাকে অফেন্সিভ হিসেবে নিয়েছে, তারাই মাদরাসার ছাত্রদের এই কাজগুলোকে জ ঙ্গি আখ্যা দিতো।
স ন্ত্রা সী কর্মকাণ্ড বলে ফেসবুকে বড়ো বড়ো কলাম লিখতো।
কথিত সুশীল সমাজ নিউজ পোর্টালের কমেন্ট বক্সে মাদরাসা ছাত্রদের চৌদ্দপুরুষ উদ্ধার করে ছাড়তো।
বিগতদিনে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার সাথে ব্যাবসায়িদের সাথে সংঘর্ষে এগুলোই দেখেছি।