০১. যে কোন পণ্য দেখলেই দাম বলতে হবে।
০২. দাম চাইবে ১০-১৫ গুণ বেশী।
০৩. কাস্টমার দাম না বললে গালাগালি করবে।
০৪. কম দাম বললেও গালাগালি করবে।
০৫. আপনি কিছু বললে মারতে আসবে বা গালাগালি করবে।
০৬. সন্ত্রাসীর মতো আচরণ করবে।
০৭. ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিবে।
০৮. কেউ প্রতিবাদ করলে আশেপাশের দোকান থেকেও ১০/১২ জন এসে সন্ত্রাসী স্টাইলে কাস্টমার কে শাসানি নিবে।
০৯. টাকার গরমে এমন ভাব নিবে যে ওরা ছাড়া কেউ মানুষ ই না।
১০. আশে পাশের ফুটপাত দখল করে রাখবে যেন পৈতৃক সম্পত্তি।
১১. এদের শক্তিশালি গ্যাং কমিটি আছে নিউ মার্কেটে কারও সাথে তর্ক বা দামে না মিললেই একযোগে সবাই সেই কাস্টমারকে আক্রমন করে।
আসুন ব্যবসায়ী নামক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জন্য দায়ী এসব সন্ত্রাসী ব্যবসায়ীদের প্রতিরোধ করতে প্রশাসনকে সহযোগিতা করি। প্রতিবাদ করি প্রতিটা অন্যায়ের।
ঢাকা কলেজ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলেই তাদের সাথে তর্কাতর্কি হয়। হোক প্রতিবাদ। 💪
ঘটনা যাই হোক বুলেট কিন্তু শিক্ষার্থীদেরই তাড়িয়ে বেরায়!
রাইফেল হাতে যিনি বুলেট ছুড়ছেন তিনি সাবেক কোনো শিক্ষার্থী,যিনি বুলেট বিদ্ধ হচ্ছেন তিনি বর্তমান শিক্ষার্থী। উভয়কে নিয়ে খেলছেন অশিক্ষিত এক বর্বর শ্রেণী!!