বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে উত্তরা ইলিশ কাচ্চি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যান সমিতি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৫০/৬০ জন সংবাদকর্মী অংশ নেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দয়াল কুমার বড়ুয়া সাংবাদিকদের বলেন, ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিনখান, তুরাগ) এলাকা নিয়ে গঠিত বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে জাতীয় সংসদের ১৯১নং আসন।ঢাকার ১৮ আসনের উত্তরা, উত্তরখান, দক্ষিনখান, তুরাগ এলাকায় জলাবদ্ধতা ও রাস্তাঘাট ও মহল্লার অলিগলি এবং ড্রেনেজ ব্যবস্থা সহ প্রধান প্রধান সমস্যা গুলোর সমাধান বিশেষ প্রয়োজন হয়ে দাড়িয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি যত্রতত্র ময়লার ভাগাড়। এছাড়াও নোংরা পরিবেশ, অতিরিক্ত মশা-মাছির উপদ্রব, চুরি-ছিনতাই সহ নানান সমস্যায় জর্জরিত এ এলাকার বাসিন্দারা সহ চলাচলরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । এতে মানুষ পশু পাখি সহ সকলের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে । এলাকাবাসীর অভিযোগ বিগত কয়েক বছরে এ এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকায় উন্নয়নেরও ছোঁয়া লাগেনি বহুদিন, বিশেষ করে তুরাগ, উত্তরখান, দক্ষিনখান এলাকার অবস্থা বেহাল। অনেক এলাকায় এখনও ফুটে উঠে গ্রামের প্রতিচ্ছবি। পাকা সড়কগুলোও চলাচলের অনুপোযোগী হয়ে আছে ।
আমি সাংসদ নির্বাচিত হলে এই এলাকার সকল উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবো।তিনি আরও বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে আমি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোয়ন প্রত্যাশী।এছাড়াও মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন দেশের ও দেশের মানুষের কল্যানে কাজ করার জন্য দয়াল কুমার বড়ুয়ার কোন বিকল্প নাই।