
তজুমদ্দিন হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তাদের মতো অনেক পিতা-মাতা শিশুকে নিয়ে হাসপাতালে আসলেও বারান্দার মেঝেতেই স্থান হয়েছে। রোগীদের অভিযোগ, ওয়ার্ডের ভেতরে রোগীরা মলত্যাগ করতে পারে- এ কারণে তাদের ভেতরে রাখা হচ্ছে না।
হাসপাতাল সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১ থেকে ৮ এপ্রিল থেকে এপর্যন্ত ৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তারমধ্যে গত তিন দিনে বৃদ্ধির হার অনেক বেশি। ৬-৮ এপ্রিল পর্যন্ত ভর্তি হয়েছে কমপক্ষে ২৭ রোগী। এছাড়াও এ প্রতিবেদন প্রস্তুতকালে ৯ এপ্রিল শনিবার দুপুর ২ টা পর্যন্ত ৭ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এমন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে প্রায় ৭০-৮০ ভাগই শিশু।