দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরে শীতার্ত মানুষের জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়নি। তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনো শীত কমেনি।
রোববার (২১ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময় এখানে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শীত থেকে বাঁচতে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।