
: ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে লাল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে।
এঘটনায় নিহত লাল মিয়া ছেলে মো. খোকন মিয়া বাদী হয়ে শনিবার (১ ফেব্রুয়ারী) তারাকান্দা থানায় মামলা করেন। মৃত- ছমেদ আলী পন্ডিতের ছেলে আব্দুর রাজ্জাক পন্ডিত কে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করা হয়। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যাক্তিরা হলো- মামলার এজাহার নামীয় আসামী উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে রুবেল মিয়া (২৫) ও রিফাত মিয়া (১৯)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে লাল মিয়ার পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই মো. মঞ্জুরুল হকের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত ২৫ জানুয়ারী (শনিবার) লালু মিয়ার সঙ্গে ওই জমি নিয়ে মঞ্জুরুল হকের বাগবিতণ্ডা হয়। বাগবিতন্ডার একপর্যায়ে লাল মিয়ার ওপর হামলা চালায় মুঞ্জুরুল সহ তার সহযোগিরা। এতে সে গুরুত্বর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় লাল মিয়াকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। পরে সোমবার (২৭ জানুয়ারী) চিকিৎসাধীন অবস্থায় লাল মিয়া মারা যায়।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুজ্জামান শরীফ বলেন, গত বুধবার সকালে রুবেল মিয়া কে তার শ্বশুর বাড়ী ধোবাউরা উপজেলা থেকে এবং রিফাত কে গত বহস্পতিবার সিলেট সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।