ফোনে জানান যে, কুলাউড়া থানাধীন ইউসবপুর গ্রামে রেল লাইনের পাশে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। উক্ত সংবাদ এর প্রেক্ষিতে পুলিশ সুপার, পিবিআই, মৌলভীবাজার জেলা মহোদয়ের নির্দেশক্রমে পিবিআই, ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা মহিলার লাশ শনাক্ত করে। মৃত মহিলার তথ্য নিম্নরূপ(এনআইডি নাম্বার ৩২৮১৪১৩২৪৯ তথ্যনুসারে)ঃ
নাম- আখলিমা বেগম(২৭), পিতা- জমির আলী, মাতা-আমিরুন, সাং- টিলাপাড়া, ৯নং ওয়ার্ড, তেলিখাল ইউ/পি, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।
মহিলার মৃতদেহ বর্তমানে কুলাউড়া থানায় রয়েছে। মৃত মহিলার নিকট লোকজনের সহিত যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।