বিলকিস আক্তার রুবি(ভ্রাম্যমান প্রতিনিধি )
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানাধীন রাজাবাড়ী এলাকায় একটি ভূমি দস্যু চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে শাহজালাল নামে এক ব্যক্তি সহ কয়েকটি পরিবার। ভূক্তভোগী শাহজালাল
বলেন আমার পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার জন্য গত ১০/০৯/২০২০ ইং তারিখে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী নবাবগঞ্জ আদালত,ঢাকা। মোসাঃ রোকসানা বেগম(৩০) নামে এক মহিলাকে দিয়ে আমার স্ত্রী সাজিয়ে আমাকে ১ নং আসামি ও আমার প্রতিবেশী মোঃ
ইয়াকুব আলী কবিরকে ২ নং আসামি বানিয়ে একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করেন, সি আর মামলা নং – ২৬৯ /২০২০।আমি ঐ মহিলাকে চিনি না,এমন কি জীবনে দেখিও নাই। এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বাড়ীতে কোন উকিল নোটিশ বা সমন আসে নাই। কিন্তু গত ০৩/১১/২০২০ ইং তারিখে তুরাগ থানার
পুলিশ আমার বাসাই এসে আমাকে ও আমার প্রতিবেশি দুইজনকে আটক করে, হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। আমরা দুই জন দুই দিন জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে আসি। গত ২১/১২/২০২০ ইং তারিখ থেকে ১৬/০৩/২০২১ ইং তারিখ পর্যন্ত বাদী গর হাজির থাকায় বিজ্ঞ
আদালত মামলাটি নিষ্পত্তি করেন এবং আমাদের বেকসুর খালাশ প্রদান করেন।পরে আমি গত ০৯/০২/২০২২ ইং তারিখে ঢাকা চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ০৫ জনের নাম উল্লেখ করে
একটি মামলা দায়ের করি, মামলা নং-১৭৯/২২, বর্তমানে মামলাটি তদন্ত করছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সি আই ডি)।
বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন আমাকে মিথ্যা মামলা দিয়ে যাহারা হয়রানী করল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।