তৌহিদুল ইসলাম রকি।নওয়াপাড়া নৌ-বন্দরে ২টি লাইটার থেকে চুরি যাওয়া ১২০ টন সারের মধ্যে ৭৯ টন সার উদ্ধার, গ্রেফতার- ৯

তৌহিদুল ইসলাম রকি।
নওয়াপাড়া নৌ-বন্দরে ২টি লাইটার থেকে চুরি যাওয়া ১২০ টন সারের মধ্যে ৭৯ টন সার উদ্ধার, গ্রেফতার- ৯

ঘটনার বিবরণঃ মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল কর্তৃক চায়না থেকে আমদানীকৃত সরকার অনুমোদিত (৬০০+৭০০) = ১৩০০ মেট্রিকটন ডিএপি স্যার ২টি লাইটার যোগে মোংলা বন্দর থেকে যশোর নওয়াপাড়া নৌ-বন্দরে আসার পথে ইং ১০/০৯/২০২২ তারিখ রাত অনুমান ০১:০০-০২:০০ ঘটিকার সময় নৌ-বন্দরের আগে পৃথক ২টি জায়গায় লাইটার নোংগর করে লাইটারের মাস্টার, স্কটদের সহযোগীতায় অজ্ঞাতনামা চোর চক্র (২০+১০০)= ১২০ টন সার চুরি নিয়ে যায়।

এ সংক্রান্তে অভয়নগর থানায় মামলা রুজু হয়। যাহা অভয়নগর থানার মামলা নং- ১৬, তাং- ১৪/০৯/২০২২ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়।

গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ
জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেনদের সমন্বয়ে একটি টিম ঘটনার তদন্তে নেমে ইং ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ যশোরের নওয়াপাড়া, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ শেখপাড়া এলাকায় অভিযান করে ৭জন আসামীকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তি মতে ১৫৬৬ বস্তা ৭৯ টন ডিএপি সার, যার সরকারী আমদানী মূল্য ৭৯,৭৮,১০০/- ( ঊনআশি লক্ষ আটাত্তর হাজার একশত) টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

ইতোপূর্বে ঘটনায় জড়িত আরো ২ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ

(১) হুমায়ুন কবির (৩৫), পিতা-নবাব আলী গোলদার, সাং-বাহিরঘাট।

(২) সোহাগ হোসেন (৩০), পিতা- বিল্লাল হোসেন, সাং- নওয়াপাড়া, উভয়থানা-অভয়নগর, জেলা-যশোর।

(৩) অনিমেষ শিকদার (৩৫), পিতা- ওমল শিকদার, সাং-তারাবুনিয়া, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, এ/পি-জনৈক মঈন হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, সাং-মাছিমপুর, থানা ও জেলা-পিরোজপুর।

(৪) ভূপাল সরকার(২৭), পিতা-সুদান্ন সরকার, সাং-কলমিগুনিয়া, থানা- পাইকগাছা, জেলা- খুলনা।
(৫) ফয়সাল মোরশেদ সজীব(৩০), পিতা- মোশারফ হোসেন, সাং-পশ্চিম শিকারপুর।

(৬) লিখন সরকার(৩৯), পিতামৃত- বিমল সরকার, সাং-ঝাটকাঠি।

(৭) আক্কাছ আলী শিকদার (৪২), পিতামৃত- মোবারক আলী শিকদার, সাং-কুমিরমারা, সর্বথানা ও জেলা- পিরোজপুর।

ইতোপূর্বে গ্রেফতারকৃত আসামী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *