সত্যের খোঁজে আমরা
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল পাঁচটি দোকান
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকায় আগুনে পুড়ে গেছে ৫ টি দোকান৷ এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থানা এবং সরকারী হাসপাতাল গেইটের উত্তর পাশে থাকা ৫ টি দোকানে আগুন লাগে।এসময় স্হানীয়রা আগুন নেভানোর চেস্টা করে৷ আগুনে মায়ের দোয়া ফার্মেসি, পপুলার ডায়াগনিস্টিক সেন্টারসহ মোঃ শাহিন আলমের তিনটি দোকান, মোঃ জহিরুল হকের একটি মুদি দোকান, ও আবদুল জলিলের একটি কম্পিউটারের দোকান পুড়ে যায়৷ এতে মোঃ শাহিন আলমের ৬ লক্ষ, মোঃ জহিরুল হকের ৩ লক্ষ এবং আবদুল জলিলের ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা৷ খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিস টিমের ফায়ার ফাইটাররা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আবু তালিব জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের এক টিম ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এলাকাবাসির সহযোগিতায় দোকান থেকে সামান্য কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে৷