মোঃওয়াজ কুরনী
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ। এতে পিকআপের সামনে অংশ দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান পিকআপের চালক।
বৃৃহস্পতিবার ভোরবেলা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরেই সেখান থেকে পালিয়ে যায় থেমে থাকা ট্রাকটি।
নিহত পিকআপ চালক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকমহাদেব গ্রামের মুক্তার আলীর ছেলে আনোয়ার হোসেন (৩১)।
স্থানীয় ও থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পিকআপ চালককে মৃত অবস্থায় উদ্ধার করে এবং পিকআপটি থানায় নিয়ে আসেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।