করতে পারে তার প্রমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- মহিউদ্দিন।
একা একটা ছেলে পুরো রেলের সিন্ডিকেটের ঘাম ছুটিয়ে দিচ্ছে।
আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহিউদ্দিনের অভিযোগের ভিত্তিতে “সহজ ডট কম”কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে।
৭ জুলাই থেকে মহিউদ্দিন একা কমলাপুরে প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে বলেছিল – দুর্নীতিবাজদের সিন্ডিকেট বাংলাদেশ।
শুরুতে লোকজন মহিউদ্দিনকে দেখে তামাশা করছিল, কেউ বলছিল এসব প্রতিবাদ বাদ দিয়ে পাশ করে দেশের বাইরে চলে যেতে। সে উচ্চ গলায় বলেছিলো- “দেশ আমার আমার বাপ দাদার রক্ত কেনা। সমস্যা আছে, সমস্যার সমাধানও এইখানেই করতে হবে।”
টানা ১৩ দিন সে প্রতিবাদ চালিয়ে গেছে, একা।
ধীরে ধীরে মানুষ জড়ো হয়েছে।
এক মহিউদ্দিনের কথা ছড়িয়ে গেছে সারাদেশ, প্রতিবাদ ছড়িয়ে গেল দেশের অন্যান্য ষ্টেশনে ষ্টেশনে।
আজ হাইকোর্ট স্বপ্রনোদিত হয়ে মহিউদ্দিনের প্রতিবাদকে আমলে নিয়ে রেলের দুর্নীতি বিষয়ে দুদককে ব্যবস্থা গ্রহন করতে বলেছেন
যুগের পর যুগ রেলে দুর্নীতি, ভুক্তভোগী দেশের প্রায় প্রত্যেকেই কিন্তু কেউ প্রতিবাদ করে নাই।
সবাই ভাবে, একা আমি কী করব?
- মহিউদ্দিন দেখিয়ে দিল – “এক” এর শক্তি।