রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত রাজিব সরদার (২৭) ইসমাইল হোসেন (৩৫) নামে ২ যুবককে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। গতকাল দুপুর একটার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনীর রীনা বেগমের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত রাজিব হোসেন, নগরীর খানজাহান আলী থানা, যোগীপোল গ্রামের সুলতান সরদারের ছেলে। অপরজন ইসমাইল হোসেন, সেনহাটী রেজার মোড়স্হ সামসুল আলমের ছেলে। রাজিব দুই মাস পূর্বে দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কলোনী এলাকায় ঘর ভাড়া নেয়। এর আগে ২/৩ বছর সে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করতো।
এব্যাপারে খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সারকেল-এ) এস এম রাজু আহম্মেদ প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ডাকাতির উদ্দেশ্যে একটি সংঙ্গবদ্ধ চক্র দেয়াড়া গ্রামের কলোনি এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। তখন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী নেতৃত্বে ওসি (তদন্ত) রিপন কুমার সরকার, এসআই আজিজ মাহমুদ, এসআই রানা প্রতাপ ঘোষ, এসআই সঞ্জিত সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই অনুপ ধর, এএসআই সাহাবুদ্দিন, এএসআই নাসির উদ্দীন, এএসআই দেবাশীষ, এএসআই শ্যামল, এএসআই জাহিদুল সহ পুলিশের একটি দল দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে ডাকাত দলের দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়, বাকি ৪/৫ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বিদেশি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি, একটি রামদা, একটি বড় ছুরি, একটি হাতুড়ি ও দুইটি স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, গ্রেফতারকৃত রাজিব খানজাহান আলী থানা সহ বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।