খাগড়াছড়ি প্রতিনিধি.
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে রোববার (৫ই মে) ভোর ৫টার সময় বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে তারপর লাশ উদ্ধার করেন, মৃত ব্যাক্তিরা হলেন হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮) তবে ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী ছাদেক মিয়া বাড়ির বাইরে ছিলেন বলে জানা যায়।
স্থানীয়দের থেকে জানা যায়, ভোর রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রাপাতে ছাদেক মিয়ার মাটির ঘরের টিনের চালে হঠাৎ করে আগুন লেগে যায়।
এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, এ সময় ঘরের ভেতর থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও তার ছেলে হানিফ মিয়ার শরীরে আগুন লেগে পুড়ে নিঃস্ব হয়ে মারা যায়, খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসময় সঙ্গে থাকা তার আরেক ছেলে মো. হাফিজ (১১) প্রাণে বেঁচে যায় বলে জানায় স্হানীয়রা । খবর পেয়ে হাসিনা বেগমের স্বামী পানছড়ি থেকে বাড়ি ফিরে আসেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
নিহত হাসিনা বেগমের ভাশুর আবদুর রহিম জানান, ভোর ৫ টার দিকে আমরা বাড়ি থেকে একটু দূরে ধান মাড়াইয়ের কাজ করছি। হঠাৎ করে ছাদেক মিয়ার বসতঘরে বজ্রপাত পড়ে। এসময় পুরো ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। এ ঘটনায় আমার ছোট ভাই ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম ও তার ছেলে হানিফ মিয়া নিহত হয়।
এ ব্যাপারে ১নং মেরুং ইউপি চেয়ারম্যান মাহামুদা বেগম লাকি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বজ্রপাতে মা ও ছেলে দুজন নিহত হয়েছে। এটি খুবই মর্মান্তিক দুঃখজনক একটি ঘটনা।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ নুরুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।