দিনাজপুর জেলা প্রতিনিধ
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের বিরামপুরে পুকুরে ডুবে ৬৬ বছরের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ির পাশে পুকুরে চেয়ার থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধ আজিজুল ইসলামের মৃত্যু হয়। মৃত আজিজুল ইসলাম বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের পাঁচোহাট গ্রামের মৃত মাহাতাব মন্ডল এর ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, দীর্ঘদিন হইতে মৃত ব্যক্তি অসুস্থ এবং বাধ্যকর্জনিত কারনে ঠিকমত চলাফেরা করতে পারেনা। গত বুধবার সন্ধ্যায় মৃত ব্যক্তির স্ত্রী বাড়ির পাশে পুকুর পাড়ে চেয়ারে বসিয়ে রেখে মাগরিবের নামাজ পড়ার জন্য বাসায় যায়। নামাজ পড়া শেষে এসে দেখেন সেখানে নেই। সেখানে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে।বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুরে গ্রামবাসী তার মৃত দেহ ভাসতে দেখে পরিবারকে খবর দিলে পুকুর থেকে মরদহে উদ্ধার করে তার পরিবার।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।