দিনাজপুরের ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

দিনাজপুরের ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থানের পুরাতন কবর খুঁড়ে রাতের আঁধারে ৪ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি জানাজানি হলে কবরস্থানে মানুষের ঢল নামে। এ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কবরবাসীর আত্মীয়স্বজনরা। এমন ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসক মাহমুদুল হাসান ও (ওসি) আসাদুজ্জামান আসাদ।

স্থানীয়রা জানায়,এই কবরস্থানে বছরের তিনবার ফলন দেয় এমন কিছু আম গাছ ও তাল গাছ রয়েছে। আজ বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় কিছু ছেলে সেই আম ও তাল পারতে এসে দেখেন পাশাপাশি ৪টি পুরাতন কবরের নিরাপত্তা বেষ্টুনী খোলা এবং কবর খোঁড়া অবস্থায় রয়েছে। তখন ভিতরে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন কঙ্কাল নেই।

এদের মধ্যে সাব্বির হোসেন নামে এক যুবক জানাই, আমি দুই দিন আগে আম পাড়তে আসছিলাম। তখন ৪ টি কবর ভালো দেখে ছিলাম। আজকে আম পারতে এসে দেখি। কবরের খাড়াল গুলো উঠানো ও এলোমেল অবস্থায় পড়ে রয়েছে। তখন বিষয়টি আমরা স্থানীয় লোকজনদের কে অবগত করি।

স্থানীয় শেখ শহীদ নামে এক যুবক জানাই, বিগত দিনেও এই কবরস্থান থেকে ৬ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ দুপুরে আমরা জানতে পারি আবারও ৪ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। যে সকল কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে এই কবর গুলো প্রায় ৮-৯ মাস পূর্বের।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, এখানে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে বলে আমরা জানতে পারি এবং সারা দেশে কঙ্কাল চোরের একটি চক্র আছে। মাঝেমধ্যে এমন খবর শোনা যায়। আজকের বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। যেহেতু ঘটে গেছে আর যেন না ঘটে সেজন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ৪টি পুরাতন কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখা গেছে। মানুষের কঙ্কাল নিয়ে যারা ব্যবসা করে তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা ধারণা করছি । আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *