মোঃওয়াজ কুরনী
দিনাজপুর প্রতিনিধি
দিনদুপুরে প্রকাশ্যে দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল যোগে ছায়রা বেগম নামে এক বৃদ্ধের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।
দিনে দুপুরে উপজেলার হরিনাথপুর গ্রামে ওই বৃদ্ধের নিজ বাড়ির সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীর পুত্রবধূ সেলিনা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছায়রা বেগম প্রতিদিনের ন্যায় তার ৫ বছরের নাতনিকে ভাদুরিয়া মডেল স্কুল থেকে বাসায় আনছিলেন। পথিমধ্যে বাড়ির সম্মুখে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল যোগে ছিনতাইকারী এসে ছায়রা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে, পরে তার গলায় থাকা স্বর্ণের চেইন টেনে ছিঁড়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ। অতি দ্রুত ছিনতাইকারীকে আটক করা হবে।