দিনাজপুরের বিরামপুরে বাবার সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

দিনাজপুরের বিরামপুরে বাবার সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

বাবার কাছে ইজি বাইক কেনার টাকা চেয়ে না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে আল-আমিন (২০) নামের এক যুবক। সে দিনাজপুরের বিরমাপুরে আলম হোসেনের পুত্র।

রোববার (২৮ জানুয়ারি) উপজেলার মকন্দপুর ইউনিয়নের আজিমপুর মহল্লায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেঁছে নিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিনের বাবা ভ্রমমাণ সেদ্ধ ডিম ব্যবসায়ী। ডিম ব্যবসা করে যা পান তা দিয়ে কোন রকম সংসার চলে। বেশ কিছু দিন ধরে ছেলে আল-আমিন বাবার কাছে ইজি-বাইক কিনে দেওয়ার জন্য বাহনা ধরেন। ইজিবাইক কিনতে ২ লাখ টাকা প্রয়োজন। তাই বাবা অপারগতা প্রকাশ করলে রোববার তার শয়ন কক্ষে আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস দেয়। এরপর তার পরিবার প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার জানান, এলাকাবাসীর অনুরোধ ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা দায়ের পূর্বক লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *