সত্যের খোঁজে আমরা
দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ার মামুদপুর গ্রাম থেকে বন্দুকসহ এক যুবককে আটক করেছে র্যাব।
ওই যুবকের নাম আব্দুল জব্বার (৪০)। তার কাছে শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তাকে বিরামপুর থানায় সোপর্দ করেছে জয়পুরহাট র্যাব-৫।
শুক্রবার রিমান্ডের আবেদনসহ তাকে দিনাজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিরামপুর থানার মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ডিএডি নাজমুল আহসানের নেতৃত্ব একদল র্যাব সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খিয়ার মামুদপুর গ্রামে দছিমুদ্দিনের ছেলে আব্দুল জব্বারের ঘর থেকে শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় আব্দুল জব্বারকে আটক করে র্যাব। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুল জব্বার তার ঘর থেকে শুটারগান উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।