এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মেইন গেটে শেষ হয় এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। র্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের ও সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নতুন ডিজিটাল উদ্ভাবনী বিষয়ে প্রদর্শিত ষ্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, বিআরডিপি অফিসার গোলাম রব্বানী, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোস্তফা কামাল, গোহাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনেসহ আরও অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম জানান, একদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা ও সরকারি সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে ২৪ টি ষ্টলের মাধ্যমে তাদের নতুন উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শনের ব্যবস্থা করেছে। দিনব্যাপী প্রদর্শন শেষে সেরা উদ্ভাবনকারীদের পুরস্কৃত করা হবে। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিস্কার করতে পারবে বলে আশা করছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার
হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী