সত্যের খোঁজে আমরা
দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে এ সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। বর্তমানে কেজিপ্রতি পটল ৩০ টাকা কমে ২৫ টাকায়, করলা কেজিপ্রতি ৪০ টাকা কমে ৪৫ টাকায়, শিম কেজিপ্রতি ৫০ টাকা কমে ৭০ টাকা, শসা কেজিপ্রতি ৪০ টাকা কমে ২০ টাকা, কাঁচামরিচ কেজিপ্রতি ২০ টাকা কমে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি আলু ৩৫ থেকে ৪৫ টাকা এবং ভারতীয় আলু ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, হিলি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। যার ফলে কমতে শুরু করেছে সবজির দাম। সবজির দাম কমাতে আগের থেকে ক্রেতাও বেড়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার ভারতীয় ২১ ট্রাকে ৫০৭ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে