দিনাজপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
তীব্র তাপাদহ ও বর্ষাকালে বৃষ্টি থেকে সুরক্ষায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক ৪০০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
২৬ মে, রবিবার দুপুর দিকে উপজেলার ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসা মাঠে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন ও উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা আব্দুল জোব্বার, পৌর কাউন্সিলর মো. ফারুক হোসেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।
সরজমিনে দেখা যায় তীব্র তাপদহ ও বর্ষাকালে আকাশের পানি থেকে সুরক্ষা এবং মাদ্রাসায় শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে গভর্নিং বডির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান অভিভাবক শিক্ষার্থীবৃন্দ। সকল শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা গেছে।
মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. হামজালা আহম্মেদ বলেন, এই রোদে আমি ছাতা পেয়ে আমি খুশি হয়ছি। আমি প্রতিদিন মাদ্রাসা আসা যাওয়া করবো।
মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা বলেন, আমার একটি পা নেই। বহুদিন আগে একটি দুর্ঘটনাটায় আমার ডান পা কেটে ফেলতে হয়। এরপর আমি আমাদের গ্রামের মাদ্রাসায় পড়ালেখা শুরু করি। আমি গত বছর মানবিক বিভাগ থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে সাফল্যের সাথে পাশ করে একই মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে অধ্যায়নরত আছি। আজ আমাদের মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। এতে আমারা খুবই খুশি। আমরা সবাই নিয়মিত মাদ্রাসায় আসবো এবং ভালোভাবে পড়াশোনা করবো।
গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, প্রচণ্ড তাপদহে মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় বের হতে পারে না এবং এটাকে ইস্যু করে তারা মাদ্রাসায় অনুপস্থিত থাকে। যাতে করে তীব্র তাপদাহ ও বর্ষাকালে শিক্ষার্থীরা যেন সহজেই মাদ্রাসায় আসতে পারে এবং পড়ালেখা করতে পারে এর জন্যই মাদ্রাসার গভর্নিং বডি ও শিক্ষকদের সিদ্ধান্ত মোতাবেক অত্র প্রতিষ্ঠানের ৪০০ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন বলেন, ছাতনি রাউতারা জি এম ফাজিল মাদ্রাসার নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। আমরা উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখানে এসেছি। প্রচণ্ড তাপদাহ ও কিছু দিন পরেই বর্ষাকাল শুরু হবে। ঠিক এই মহূর্তে সকল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করায় এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছে। ভবিষ্যতে এই উদ্যোগ যেন চলমান রাখা যায় সে বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।