দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে ইসলামি ছাত্র শিবির ও যুব বিভাগের সম্মনয়ে একটি নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই টিম গঠন করা হয়।
হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক আমীর মো. আনোয়ারুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ সাংগঠনিক সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম জাহিদ, যুব বিভাগের আহবায়ক মো. সবিরুল ইসলাম এবং ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মো. আলহাজ হোসেন।
সভায় উপস্থিত বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত। আমাদের গ্রামের মন্দিরগুলো রক্ষা করতে রাতে পাহারার ব্যবস্থা করতে হচ্ছে। জামায়াতের এই উদ্যোগ আমাদের মনোবল বাড়াবে।"
প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম জানান, "বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও সম্প্রতির দেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় শান্তি। তাই হিন্দু ভাইদের দুর্গা উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই টিম গঠন করা হয়েছে। আমাদের দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) চার থানায় এই টিম কাজ করবে।"
অথরিত নেতৃবৃন্দের মতে, জামায়াতে ইসলামের এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে। এভাবে দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।