শনিবার (১৫ অক্টোবর) বিকেলে পৌর শহরের সিপি রোডে এক মহিলার সঙ্গে প্রতারণা করার সময় স্থানীয় জনতারা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত প্রতারক সাদা মিয়া গাইবান্ধা শহরের মাঠ বাজার খোলাহাটি এলাকার আজহার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হাকিমপুর হিলি পৌর শহরের চারমাথায় মুহাড়াপাড়ার এক মহিলা ওই পথ দিয়ে বাড়ি ফিরার পথে প্রতারক সাদা মিয়া ও তার ২ সহযোগী মহিলাকে বলেন, একটি স্বর্ণের বার আছে আপনি নিবেন? পরে ওই মহিলা দাম দর করে বায়না হিসাবে গলার চেন দেন এবং পরিচিত এক যুবককে বলেন, তখন ওই যুবককে দেখে ২ প্রতারক পালিয়ে গেলেও সাদা মিয়াকে জনতারা আটক করে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হবে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
হাকিমপুর থানা প্রতিনিধি মো:ওয়াজ কুরনী