বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী শফিকুল ইসলাম (৫০) দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত শামসুদ্দিন এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া বলেন, হাকিমপুর থানা সীমান্ত এলাকা হলেও শতভাগ মাদক মুক্ত
করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে আজ দুপুরে থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ির সামনে সন্দেহ মূলক তার
হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে (১৫) পনের বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ার ড্রিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে বলেন তিনি।
হাকিমপুর থানা প্রতিনিধি
মো: ওয়াজ কুরনী