দৈনিক সব দেখো যে আমরা
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় থানার উত্তর বাসুদেবপুর এলাকায় সিপি রোড থেকে হিলি বাজার রোডের মানি ফিস এন্ড অ্যাকুরিয়াম হাউসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন- থানার খট্রামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৮) এবং তার স্ত্রী লতিফা বেগম (৩৫)।
বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু সায়েম মিয়া।
তিনি জানান, সীমান্তবর্তী হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদে জানতে পারি,
পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে হিলি থেকে জয়পুরহাট যাচ্ছে মাদককারবারী। এমন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে এগারোটায় থানার উত্তর বাসুদেবপুর
এলাকার সিপি থেকে হিলি বাজার রোডের মানি ফিস এন্ড এ্যাকুরিয়াম হাউসের সামনে সন্দেহভাজন মোটরসাইকেলের দুই যাত্রীকে দাঁড়
করিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা পঁচিশ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি
পালসার মোটরসাইকেল আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান
তিনি। হাকিমপুর থানা প্রতিনিধ মো:ওয়াজ কুরনী