
মো সাব্বির হোসেন বিপ্লব
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ফিজিশিয়াল স্যাম্পল বিক্রি করার দায়ে দুই ফার্মেসীকে ১৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (১৭ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। দন্ডপ্রাপ্ত ফার্মেসীর মধ্যে হলো প্রিয়া ফার্মেসীকে ১০ হাজার ও আর্দশ ফার্মেসীকে ৭ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, আজকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে দুই ফার্মেসীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।